সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর একজনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহপাড়া গ্রামে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে আশরাফুল ইসলাম (৩৬) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর একজনের লাশ উদ্ধার

 

মঙ্গলবার দুপুরে উপজেলার দহপাড়া গ্রামের মাজেম প্রামাণিকের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আশরাফুল উপজেলার বামন ঘিয়ালা গ্রামের মোহাম্মদ ইদ্রিস সরকারের ছেলে। জানা গেছে, আশরাফুল রোববার এলাকার ঝপঝপিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি তার পরিবার।

 

 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দহপাড়া গ্রামের মাজেম প্রামাণিকের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান জানান, লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment